১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে ২০২০ সালের আইপিএল। ইতিমধ্যেই আট ফ্র্যাঞ্চাইজি দল পৌঁছে গিয়েছে আমিরশাহিতে। তবে আইপিএল শুরুর আগে করোনা সুরক্ষা মেনেই বিরাট-ধোনিদের ডোপ পরীক্ষা হবে। এই প্রথমবার আইপিএল-এ ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করতে চলেছে নাডা।
এতদিন, বিসিসিআই নিজে থেকেই বিভিন্ন টুর্নামেন্টে ক্রিকেটারদের ডোপ টেস্ট করাত। কিন্তু তা নিয়ে উঠত নানা অভিযোগ। কিছুদিন আগে বিসিসিআই নাডার অধীনে আসে। তাই এবার থেকে আইপিএল সহ বিসিসিআইয়ের যাবতীয় টুর্নামেন্টে ক্রিকেটারদের ডোপ টেস্ট করাবে নাডাই।
১০ নভেম্বর আইপিএলের ফাইনাল। মোট ৬০টি ম্যাচ হবে। নাডা চাইছে নিরবচ্ছিন্নভাবে ডোপ টেস্ট করাতে। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি কিংবা চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করা হতে পারে। টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত নাডার আধিকারিকরা আরব আমিরশাহিতেই থাকবেন।
তবে প্রশ্ন হচ্ছে, নমুনা সংগ্রহের পর সেটা কীভাবে নাডার ল্যাবে পাঠানো হবে? করোনার কারণে এবার দেশের মাটিতে আইপিএল হচ্ছে না। তাই নাডা স্থানীয় আমিরশাহি সরকারের অ্যান্ডি ডোপিং এজেন্সির সাহায্য নিতে পারে। মোট ৫০টি নমুনা সংগ্রহ করে ডোপ টেস্টে পাঠাতে চায় নাডা।