গত রবিবার পাকিস্তান স্বীকার করে নিয়েছিল যে, করাচিতেই রয়েছেন দাউদ ইব্রাহিম। সেখানে সৌদি মসজিদের কাছে হোয়াইট হাউসটি হল ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মাস্টার মাইন্ডের ঠিকানা৷ তবে পাক সরকার স্বীকার করলেও দাউদ ইব্রাহিমের ডান হাত বলে পরিচিত ছোটা সাকিল সরাসরি দাউদের করাচিতে থাকার খবর উড়িয়ে দিলেন৷ এখানেই শেষ নয়, আরও একধাপ এগিয়ে তাঁর বক্তব্য, ‘দাউদের ঠিকানা নিয়ে কোনও সরকারকে উত্তর দিতে বাধ্য নই৷’
এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া একটি এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে ডি-কোম্পানির উচ্চপদস্থ সদস্য ছোটা সাকিল বলেন, করাচির আপমার্কেট ক্লিফটন এলাকায় দাউদ ইব্রাহিম বসবাস করেন, এটা প্রমাণ করা ও দেখানোর দায়িত্ব মিডিয়ার৷ মিডিয়াই তো খবর করেছে৷ আমরা কোনও সরকারকে জবাবদিহি করতে বাধ্য নই৷ ‘এটা আপনাদের দায়িত্ব, আমাদের নয়৷ যখন আমরা করাচিতে নেই, ওরা কী করে দাবি করে? সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যমের এই বাড়বাড়ন্তের সময়ে আপনি যা ইচ্ছে কল্পনা করতে পারেন৷ দাউদ ইব্রাহিমের বাড়ি সম্পর্কে যা যা আপনারা খবরে দেখিয়েছেন, তা আপনাদের দায়িত্ব৷ আমাদের নয়৷ আপনি যা ইচ্ছে দেখাতেই পারেন৷’