করোনা আক্রান্ত হলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ আজ সকালে টুইট করে এ কথা জানান ৮৫ বছরের প্রবীণ কংগ্রেস নেতা৷
গত কয়েক দিনে একাধিক জায়গায় গিয়েছেন তরুণ গগৈ৷ ২০২১ সালে আসামে বিধানসভা ভোট৷ আসামে কংগ্রেসকে ফেরাতে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছেন এই প্রবীণ কংগ্রেস নেতা৷ মনে করা হচ্ছে সেখানে কোথাও থেকেই তিনি সংক্রামিত হয়েছেন।
তিনি লিখেছেন, ‘আমার গতকাল কোভিড পজিটিভ এসেছে৷ আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা দয়া করে অবিলম্বে করোনা টেস্ট করান৷’ এখনও অবধি পাওয়া খবরে তিনি হোম আইসোলেশনে আছেন। মৃদু শ্বাসকষ্ট ছাড়া তেমন কোনও উপসর্গ তার নে।