বোল্টের জন্মদিনের উৎসবে হাজির ছিলেন তিনিও। তবে তিনি করোনা আক্রান্ত নন। সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা জানালেন কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যারিবিয়ান তারকা ক্রিস গেল। ফলে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল খেলা নিয়ে তাঁর সম্পর্কে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা নিজেই দূর করলেন গেল।
ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান ইন্সটাগ্রামে লেখেন, ‘‘দিন কয়েক আগেই প্রথম বার করোনা পরীক্ষা হয়েছিল। সফরে যাওয়ার আগে দু’বার করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে। শেষ টেস্টে একদম কোনক্রমে উতরে গিয়েছি। এ বারও পরীক্ষার ফল নেগেটিভ। আপাতত ঘরেই রয়েছি। বেরোচ্ছি না।’’
গত শনিবারেই সোশ্যাল মিডিয়ায় তাঁর নিভৃতবাসে থাকার কথা জানিয়েছিলেন বোল্ট। বলেছিলেন, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। গেল ছাড়াও বোল্টের ৩৪তম এই জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলার রাহিম স্টার্লিং এবং বেয়ার লেভারকুসেনের খেলোয়াড় লিয়ন বেইলি। তবে গেলের মতো স্টার্লিংও পরীক্ষায় নেগেটিভ হয়েছেন।