করোনা পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের ভূমিকার বিরুদ্ধে সিপিএমের আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরা। যুযুধান দু’পক্ষ থেকে সব মিলিয়ে আহত কমপক্ষে ২০। গ্রেফতার হয়েছেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
১৬ দফা দাবিতে বুধবার রাজ্যব্যাপী বিক্ষোভ দেখায় সিপিএম। তার মধ্যেই সাব্রুমের শিলাছড়িতে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে দুই দলেরই সমর্থক রয়েছেন। বিজেপি এই হামলার জন্য সিপিএমকে দায়ী করছে। অন্যদিকে সিপিএম দায়ী করছে বিজেপিকে।
এদিকে সকালেই রাস্তায় নামেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজধানী আগরতলার রাজপথে হাঁটেন বেশ কিছু সময়। তাঁর অভিযোগ, বর্তমান রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সব দিক দিয়ে ব্যর্থ হয়েছে। করোনা মোকাবিলায় ব্যর্থ কেন্দ্রীয় সরকার। দ্রব্যমূল্য দিনের পর দিন বেড়েই চলেছে। গণতান্ত্রিক পরিবেশ নেই দেশে।
এরপর পুলিশ গতিরোধ করলে স্বেচ্ছায় গ্রেফতারি বরণ করেন তিনি। যদিও তাঁকে পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁকে গ্রেফতারের সময় পার্টির কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। সব মিলিয়ে সিপিএমের আন্দোলনকে ঘিরে গোটা রাজ্যেই বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে।