করোনার হানায় থরহরিকম্প গোটা দেশ। এই মহামারী পরিস্থিতিতেও কেন্দ্রের সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং (জেইই-মেন) এবং ডাক্তারি প্রবেশিকা (নিট-ইউজি) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে। চরমে উঠেছে বিতর্ক। এরই মধ্যে প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড। এনিটিএ বুধবার নিজেদের ওয়েবসাইটে হল টিকিট প্রকাশ করেছে, যেখানে পরীক্ষার্থীদের রোল নম্বর ও সেন্টারের নামে লেখা আছে। এ দিকে, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানাতে বৃহস্পতিবার থেকে প্রতিবাদ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন পরীক্ষার্থীরা। বাড়ি থেকেই কালো পতাকা দেখিয়ে, কালো ব্যান্ড বেঁধে চলবে ক্ষোভপ্রদর্শন। আবার পরীক্ষা পিছনোর দাবিতে আজ অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধীও।
অন্যদিকে, পরীক্ষা নিয়ে বেঁকে বসেছে দেশের অন্যতম বাম ছাত্রসংগঠন এআইএসএ-ও। তাঁদের দাবি, এভাবে করোনা অতিমারীর মধ্যে পরীক্ষা হলে অনেকেই পরীক্ষা দিতে পারবেন না, তাই পরীক্ষা স্থগিত করা হোক। আর সেই দাবিতেই বৃহস্পতিবার থেকে নিজের বাড়িতেই অনশনে বসবেন ৪২০০ পড়ুয়া। ইউগিসি-এনইটি, সিএলএটি পিছিয়ে দেওয়ার দাবিও থাকবে তাঁদের। এমনকী তাঁরা ব্যবহার করবেন সোশ্যাল মিডিয়াও। সকাল আটটা থেকে অনশনে বসবেন তাঁরা। বাড়িতে কালো পতাকা তুলবেন বলেও খবর পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার কালো করে দেওয়া হবে। সব মিলিয়ে বলা চলে, বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি তুলছে অনেকগুলি পক্ষ। সরকারের ওপর বাড়ছে চাপ। এই পরিস্থিতিতে চাপের মুখে সরকার পিছু হঠে কি না, পরীক্ষার দিন বদল হয় কি না সেটাই এখন দেখার।