পুলিশের মাথায় অশোক স্তম্ভ লাগানো টুপি পরার যোগ্যতা নেই। অশোক স্তম্ভের বদলে হাওয়াই চটির ছবি লাগিয়ে এ রাজ্যের পুলিশের মাথায় সেই টুপি পরা উচিত।‘ পুলিশকে সমালোচনা করতে গিয়ে রাজ্যের পুলিশ এবং রাষ্ট্রীয় সম্মানসূচক অশোক স্তম্ভকে এমন ভাবে অবমাননা করে অশালীন মন্তব্য করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানায় এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে অনুষ্ঠিত সভায় এমন মন্তব্য করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্তবাবুর পুলিশ সম্পর্কে এই ধরনের মন্তব্যে প্রবল বিতর্ক তৈরি হয়েছে।
পুলিশের টুপিতে যে অশোকস্তম্ভ ব্যবহার করা হয় তার গুরুত্ব অসীম। অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে সেই অশোক স্তম্ভের ব্যবহার হয়। শাসক দলের এক সংসদ হয়ে তিনি কেমন করে রাষ্ট্রীয় প্রতীক নিয়ে এই মন্তব্য করলেন, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিরোধী শিবির থেকে ওই সংসদের রাজনৈতিক শিষ্টাচার ও শিক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
তিনি পুলিশকে ‘জুতো চাটার’ কথা বলেন। তিনি বলেন, পুলিশ শাসক দলের তাবেদারি করছে। ক্ষমতায় এলে এইসব পুলিশ অফিসারদের দেখে নেওয়ার হুমকি দেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।