জয়েন্ট, নিট ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে বিতর্কে এ বার মুখ খুললেন বলিউডের অভিনেতা সোনু সুদ। তিনি পাশে দাঁড়িয়েছেন ছাত্রছাত্রীদের। তাঁর যুক্তি, ছাত্রছাত্রীদের জোর করে পরীক্ষা দিতে যেতে বাধ্য করাটা ঠিক না।
সোনুর কথায়, ‘ওদের ২ মাস সময় দেওয়া হোক। নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হোক পরীক্ষা। মানসিকভাবে প্রস্তুত হয়েই পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা।’ তিনি নিজেও একজন ইঞ্জিনিয়ার এ কথা মনে করিয়ে দিয়ে সোনু বলেছেন, ‘আমিও একজন ইঞ্জিনিয়ার। দেশের যে যুব সম্প্রদায় আগামী দিনে বিভিন্ন দফতরের দায়িত্ব নিতে চলেছেন, তাঁদের বেড়ে ওঠার সুযোগ করে দিক দেশ।’
অভিনেতা আরও বলেছেন, ‘এই ছাত্রছাত্রীদের সমর্থন দিতে হবে। এই পরীক্ষাগুলিতে বসছে ২৬ লক্ষ ছাত্রছাত্রী।’ ছাত্রছাত্রী ও অভিভাবকদের আরও ২ থেকে ৩ মাস সময় দেওয়া উচিত বলে মত তাঁর। সোনু বলছেন, ‘অধিকাংশ ছাত্রছাত্রীই বিহারের। যেখানে ১৩-১৪টা জেলা বন্যায় খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত। সেখানকার ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাবে, এটা আশা করবেন কী ভাবে? কোথায় গিয়ে যে থাকবেন সেই টাকা তাঁদের কাছে নেই। এই ছাত্রছাত্রীদের বাড়ি থেকে জোর করে বের করে এনে আমরা পরীক্ষা দিতে পাঠাতে পারি না।’