হাতে আর সাত দিন তারপরই শুরু হবে যুক্তরাষ্ট্র ওপেন। কিন্তু নিউ ইয়র্কে কতটা সুস্থ অবস্থায় নোভাক জোকোভিচকে পাওয়া যাবে, তা নিয়ে সংশয় সৃষ্টি হল। ছ’মাস পরে ওহিয়োয় প্রথম এটিপি টুর্নামেন্টে নেমে কাঁধের ব্যথায় প্রবল কষ্ট পাচ্ছেন তিনি। এমনকি, যুক্তরাষ্ট্র ওপেন থেকে তাঁর নাম প্রত্যাহারের সম্ভাবনা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
নোভাক সোমবার নিজেই বলেছেন, ‘‘এই ব্যথাটার সঙ্গে প্রত্যেক দিন যুদ্ধ করছি। শেষ তিন-চার দিন এ রকমই চলছে।’’ সার্বিয়ান তারকা সম্প্রতি করোনা ভাইরাসে সংক্রমিত হন। অতিমারির সময় তাঁর নেতৃত্বে প্রদর্শনী টুর্নামেন্ট আদ্রিয়া ওপেন ঘিরে বিতর্কের ঝড় বয়ে যায়। ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনে ডাবলস থেকেও তিনি নাম তুলে নিয়েছেন। যা ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি খুব একটা ভাল নয়।