সৌরভের নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ধোনির। ভাইজাগে পাকিস্তানের বিরুদ্ধে তিন নম্বরে ধোনিকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সৌরভ। মহেন্দ্র সিং ধোনি মানেই ঝোড়ো ব্যাটিং। এমএস ধোনি মানেই জোরে শট মারার সহজাত ক্ষমতা। একথা সকল ক্রিকেটপ্রেমীর জানা।
ধোনির অবসরের পর তার খেলা নিয়ে স্মৃতিরোমন্থন করলেন সৌরভ। তিনি বললেন, “চ্যালেঞ্জার ট্রফিতে ওপেন করে সেঞ্চুরি করেছিল ধোনি। সেটা আমি জানতাম। নীচের দিকে ব্যাট করতে পাঠিয়ে একজন ব্যাটসম্যানকে তৈরি করা যায় না। ড্রেসিংরুমে বসে তুমি বড় ক্রিকেটার হয়ে যাবে, এটা কোনও দিন বিশ্বাস করা যায় না। ধোনির ছয় মারার যা ক্ষমতা, সেটা খুব কম জনের মধ্যে আছে”।
সৌরভ আরও বলেন, “বিশাখাপত্তনমে ধোনি দারুন সেঞ্চুরি করেছিল। এটাই নিয়ম। যে শট খেলতে ভালোবাসে তাকে বেশি বল খেলতে দিতে হয়। সচিন তেন্ডুলকর যদি ছয় নম্বরে ব্যাট করত, তাহলে ও তেন্ডুলকর হত না”।