স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে অমিতাভ বচ্চন, কাউকেই রেয়াত করেনি করোনা। এবার হরিয়ানার মুখ্যমন্ত্রীর শরীরেও থাবা বসাল এই মারণ ভাইরাস। কোভিড ১৯ পজিটিভ মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর৷ টুইট করে নিজেই এই খবর জানিয়েছেন তিঞ্জ৷ একইসঙ্গে তিনি আর্জি জানিয়েছেন, গত এক সপ্তাহে তাঁর সহকর্মী, অ্যাসোসিয়েট-সহ যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন সবাই যেন এখনই কোয়ারেন্টাইনে চলে যান।
জানা গিয়েছে, সোমবার সকালেই পঞ্চকুলা কোভিড ল্যাবে টেস্টের জন্য মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের নমুনা পাঠানো হয়৷ বিকেল নাগাদ সেই রিপোর্ট এলে জানা যায় তিনি কোভিড পজিটিভ৷ রিপোর্ট জানার পরই আইসোলেশনে চলে গিয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী৷ একইসঙ্গে ট্যুইট করে সংস্পর্শে আসা সবাইকে কোভিড টেস্ট করানোর সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে যাওয়ার আবেদন করেছেন। টুইটারে খট্টর লেখেন, ‘আমি করোনা টেস্ট করিয়েছিলাম। আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি সময় নষ্ট না করে কোয়ারেন্টাইনে চলে যান। আর করোনা পরীক্ষাও করান।’