লকডাউনের ধাক্কা সামলে যখন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল জনজীবন, সেই সময়ও একটানা অনেকটাই বেড়েছিল জ্বালানির দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম থাকলেও দেশের বাজারে দুর্মূল্য হয়ে উঠেছিল তেল। এবার ডিজেলের দাম এক থাকলেও ফের একটানা ৬ দিন বাড়ল পেট্রোলের দাম। আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এখন প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪৫ ডলার। ভারতীয় মুদ্রায় ৩,৩৪৭ টাকার মতো।
সরকারি তেল সংস্থাগুলো দিল্লী, মুম্বই, কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বাড়াল ১১ পয়সা। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ল ৯ পয়সা। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম এখন ৮৩ টাকা ২৪ পয়সা। দিল্লীতে ৮১ টাকা ৭৩ পয়সা, মুম্বইতে ৮৮ টাকা ৩৯ পয়সা। চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৪ টাকা ৭৩ পয়সা। অন্যদিকে, কলকাতায় এখন ১ লিটার ডিজেলের দাম ৭৭.০৬ টাকা। দিল্লী, মুম্বই, চেন্নাইতে যথাক্রমে ৭৩ টাকা ৫৬ পয়সা, ৮০ টাকা ১১ পয়সা, ৭৮ টাকা ৮৬ পয়সা।