করোনা যুদ্ধে আশার আলো দেখাচ্ছে কলকাতা। এক ধাক্কায় কলকাতায় কমল কনটেন্টমেন্ট জোন। রবিবার পুরসভা থেকে প্রকাশিত নয়া তালিকা অনুসারে, এই মুহূর্তে শহরে মোট কনটেনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়ে ১৭টি, যা গত দু’মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগের তালিকায় এমন জোনের সংখ্যা ছিল মোট ২০টি।
শহরের মধ্যে পাটুলির করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। চার সপ্তাহ আগে পাটুলি এলাকায় কনটেনমেন্ট জোন ছিল সবথেকে বেশি। তখন সেখানে এমন জোনের সংখ্যা ছিল মোট ১৩টি।
তবে সাম্প্রতিকতম কনটেইনমেন্ট জোনের তালিকায় পাটুলির একটিও এলাকা নেই। এ ছাড়া যোধপুর পার্কের রহিম ওস্তাগার রোড এবং বাঁশদ্রণীর নিভাপার্ক কনটেইনমেন্ট জোনের তালিকা থেকে মুক্ত হয়েছে। এই দু’টি এলাকাই ঘন জনবসতিপূর্ণ। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পুরসভা ও কলকাতা পুলিশের কর্তারা। সেইসঙ্গে বালিগঞ্জের পণ্ডিতিয়া রোড কনটেইনমেন্ট জোনের বাইরে চলে এসেছে।
সামগ্রিকভাবে শহরের মোট ৪টি এলাকা নয়া কনটেনমেন্ট জোনের তালিকা থেকে বাদ পড়ছে। এই খবরে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে শহরবাসী।