ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ইতিমধ্যেই ৩ জন এই সম্মানপ্রাপ্ত হয়েছেন। শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির পর এবার চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে সম্মানিত হলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারে সম্মানিত হয়ে আপ্লুত হয়েছেন হিটম্যান। একইসঙ্গে তাঁর ভক্তদেরই এই পুরস্কার উৎসর্গ করলেন বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গতবছর অর্থাৎ ২০১৯ সালটা দুরন্ত কেটেছে রোহিত শর্মার। এক বিশ্বকাপে সর্বাধিক শতরানের নজির গড়েছেন তিনি। টিম ইন্ডিয়ার হয়ে টেস্টে ওপেনও করতে নেমেছেন তিনি। একইসঙ্গে আইপিএলও জিতেছেন। স্বাভাবিকভাবেই তাঁর নাম খেলরত্ন সম্মানের জন্য মনোনীত করে বিসিসিআই। তাতে সিলমোহর দেয় স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি।
এক ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশ্যে রোহিত শর্মা বলেন, ” আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই। গোটা বছর ধরে যেভাবে পাশে থেকেছেন তা সত্যিই দারুন। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান পাওয়া সবসময়ই আনন্দ দেয়। আমিও খুব খুশি। আর আমি এই সম্মান আমার সমস্ত ভক্তদের উৎসর্গ করতে চাই। কারণ তোমাদের সমর্থন ছাড়া এই সম্মান অর্জন করা সম্ভব হত না।”