উন্নত চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও দেশে না ফেরায় তাঁকে ‘পলাতক’ ঘোষণা করছে ইমরান খানের প্রশাসন। গতবছর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন দুর্নীতির দায়ে জেলবন্দি তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তারপরই জামিন দিয়ে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। স্বাস্থ্যের কারণেই অনির্দিষ্ট সময়সীমার জন্য নওয়াজের জামিন মঞ্জুর করে লাহোর ও ইসলামাবাদ হাই কোর্ট। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় শর্তসাপেক্ষ জামিনে উন্নত চিকিৎসার জন্য ব্রিটেন চলে যান তিনি।
পাক প্রধানমন্ত্রীর অভ্যন্তরীণ বিষয়ক পরামর্শদাতা শাহজাদ আকবর জানান, নওয়াজ শরিফের চার সপ্তাহের জামিনের মেয়াদ গত বছরের ডিসেম্বরেই শেষ হয়েছে। তাই সরকার এখন শরিফকে পলাতক হিসেবেই গণ্য করছে। ইতিমধ্যে তাঁকে দেশে ফেরানোর জন্য ব্রিটেনের কাছে আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ‘পাঞ্জাবের সিংহ’ নামে পরিচিত। পাক পাঞ্জাব প্রদেশের অবিংসবাদী নেতা তিনি। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালে তাঁকে আজীবনের জন্য রাজনীতি থেকে নির্বাসিত করেছিল সুপ্রিম কোর্ট। পরে ওই মামলাতেই তাঁর সাত বছরের কারাদণ্ড হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে শরিফের দাবি, দেশের শক্তিশালী সেনাবাহিনীর সর্বোচ্চ কর্তৃপক্ষ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।