আগামী ৩ নভেম্বর হতে চলেছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর যত দিন এগিয়ে আসছে ততই চড়ছে মার্কিন মুলুকে রাজনৈতিক উত্তাপ। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্মুখ সমরে নেমেছেন জো বিডেন। তবে ভোটের মুখে বারবারই ধাক্কা খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার পদত্যাগ করতে চলেছেন ট্রাম্পের দীর্ঘ দিনের উপদেষ্টা কেলানে কনওয়ে।
ট্রাম্পের সঙ্গে একেবারে শুরুর দিন থেকে ছিলেন কেলানে। ২০১৬ সালে সামলেছেন ট্রাম্পের প্রচার। পরিবারকে সময় দেওয়ার জন্য পদত্যাগ করছেন ট্রাম্পের এহেন রাজনৈতিক কর্মী। যার ফলে ভোটের আগে জোর ধাক্কা খেলেন ট্রাম্প, এটা অনেকটাই স্পষ্ট।
কেলানে কনওয়ের স্বামী জর্জ কেনওয়ে কঠোর ট্রাম্প বিরোধী। বারবার তিনি টুইটারে প্রশ্ন তোলেন ট্রাম্পের মানসিক স্বাস্থ্যের। এমনকী কনওয়ের ১৫ বছরের মেয়েও টুইটারে মাকে নিয়ে লিখেছে। তার ২৪ ঘন্টার মধ্যেই এই সিদ্ধান্ত ঘোষণা করলেন কেলানে।
‘ড্রামা কম মামা বেশি’ এই কথাই টুইট করে ট্রাম্পের রাজনৈতিক প্রচার থেকে সরে আসার বার্তা দিলেন তিনি। কেলানে জানিয়েছেন, এই মাসেই তিনি তাঁর পদ থেকে সরে আসবেন। এটা সম্পূর্ণ আমার পছন্দ, আমার বক্তব্য। আমি সঠিক সময়ে ভবিষ্যতের কথা ঘোষণা করব।