বিগত প্রায় ১ বছর ধরে দলের কোনো স্থায়ী সভাপতি নেই। অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধী। গতকাল তাই দলীয় নেতৃত্বের আপাদমস্তক পরিবর্তন চেয়ে সোনিয়াকে চিঠি লিখেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। যে চিঠি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দেশের রাজনৈতিক মহলে। এরই মাঝে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন সোনিয়া গান্ধী।
সূত্রের খবর, দল চালাতে নয়া সভাপতি খুঁজে নিতে বলেছেন তিনি। দলীয় নেত্রীর এহেন মন্তব্যে মোটেও খুশি নন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেসের বরিষ্ঠ নেতা মনমোহন সিংহ। এদিন ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের বাকি নেতৃত্বকে সে কথা স্পষ্ট করে বুঝিয়েও দিয়েছেন তিনি। পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বের তরফে কংগ্রেসের নেতৃত্বে আপাদমস্তক বদল চেয়ে যে চিঠি লেখা হয়েছে তাও দুর্ভাগ্যজনক বলে নিজের মত ব্যক্ত করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
কংগ্রেস সূত্রের খবর, সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বলেন, “আমি আর দলের সভাপতি পদে থাকতে চাই না। দলের নতুন সভাপতি খোঁজা শুরু করে দেওয়া হোক।” পাশাপাশি দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তিনি। এদিন তাঁর আলোচনায় উঠে আসে চীন ইস্যুতে প্রধানমন্ত্রীর সম্পূর্ণ নীরব থাকার কথাও।
এর ঠিক পরেই বক্তব্য রাখতে উঠে এসে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সোনিয়া গান্ধীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, সম্পূর্ণ মেয়াদকাল পর্যন্ত কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করুন সোনিয়া গান্ধী। এর পাশাপাশি সম্প্রতি দলে পরিবর্তন চেয়ে সোনিয়াকে চিঠি লেখা সেই সমস্ত নেতাদের বিষয়েও সেই সভা থেকে মুখ খোলেন মনমোহন। তিনি বলেন, এই চিঠি দলের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই চিঠির অর্থ দাঁড়ায় কংগ্রেসকে দুর্বল হিসেবে গণ্য করা।