যত দিন যাচ্ছে ততই শক্ত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। এবার প্রায় দশ হাজার যুবক যুবতী যোগ দিলেন তৃণমূলে।
গতকাল বারুইপুরের রবীন্দ্রভবনে জেলার বিভিন্ন প্রান্তের ৭০০ যুবকযুবতী তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন সাংসদ শুভাশিস চক্রবর্তী এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
কুমারগ্রাম ব্লকে তৃণমূল ছাত্র পরিষদে প্রচুর ছাত্র যোগ দিয়েছেন। ইটাহারেও শতাধিক সিপিএম এবং বিজেপি কর্মী যোগ দেন তৃণমূলে। কোচবিহারে যোগ দেন ২৫০ জন যুবক। মালদাতেও বিজেপি ছেড়ে প্রায় ৫০০ কর্মী তৃণমূল যুব কংগ্রেসে যোগ দেন।
মেদিনীপুরের প্রদ্যোত স্মৃতি সদনে মেদিনীপুর, খড়্গপুর, বেলদা, ডেবরা, শালবনি, দাসপুর, ঘাটালের কয়েকশো যুবক–যুবতী তৃণমূলে যোগ দেন। বাঁকুড়া জেলার ৩৫০ জন ছাত্র–যুবদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী শ্যামল সাঁতরা। ছিলেন জেলা তৃণমূল নেতা শুভাশিস বটব্যাল।
বর্ধমানে সংস্কৃতি লোকমঞ্চে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির হাত ধরে প্রায় ৬৫০ যুবক তৃণমূলে যোগ দেন। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ–সভাধিপতি দেবু টুডু।