চলন্ত ক্যাবে ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। খোদ কলকাতায় ঘটল এই ঘটনা। আর্তনাদে কর্তব্যরত পুলিশকর্মীরা গাড়িটিকে আটকে উদ্ধার করে ওই মহিলাকে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ।
জানা গিয়েছে, রবিবার রাতে স্বামীর সঙ্গে অ্যাপ ক্যাবে সেলিমপুর লেনে ফিরছিলেন ওই মহিলা। পথে এসি চালানো নিয়ে চালক রাজ সাউয়ের সঙ্গে শুরু হয় বচসা। নির্যাতিতার কথায়, তিনি চালককে বলেছিলেন এসি চালাতে। কিন্ত রাজ সাফ জানায়, এসি চালানো যাবে না। তার যুক্তি, নিয়ম নেই। এরপরই মহিলার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় ওই চালকের। অভিযোগ, সেই সময় ফোনে মহিলা ছবি তোলে অভিযুক্ত। নির্যাতিতা তা বুঝতে পেরে ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করতেই বাধে গোল। নির্যাতিতার বয়ান অনুযায়ী, সেই সময়ই চালক তাঁর শ্লীলতাহানি করে।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ ধৃত। তার কথায়, ফোনে সে ছবি তোলার চেষ্টা করেনি। বরং দেখছিল যে, এসি চালানোর নিয়ম রয়েছে কি না!
এদিকে, চলন্ত গাড়িতেই আর্তনাদ শুনে রাস্তায় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা গাড়িটি থামায়। তারপর ওই মহিলার বক্তব্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় রাজ সাউকে।