প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে মার্কিন মুলুকে রাজনৈতিক উত্তাপ। এবার আগামী ৩ নভেম্বর হতে চলা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হবেন সেটা হয়ত কোনওদিনই জানা যাবে না বলে মন্তব্য করে বসলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষ পোস্ট অফিসের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিষয়টি নিয়ে প্রথম থেকেই ট্রাম্পের আপত্তি থাকলেও ব্যবস্থাটি মেনে নিতে তিনি বাধ্য হন। সেই পরিপ্রেক্ষিতেই ফলাফল প্রকাশের অনিশ্চয়তার কথাটি তিনি উল্লেখ করেন।
কাউন্সিল অব ন্যাশনাল পলিসির একটি সভায় ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, নির্বাচনের দিনই ফলাফল ঘোষণার যে রেওয়াজ চলে আসছে সেটা হওয়া এবার সম্ভব নয়। তাঁর কথায়, ‘আমার মনে হয়, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, হয়তো কোনওদিনই আপনারা এই নির্বাচনের শেষ জানতে পারবে না।’ এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী প্রায় পাঁচ কোটি মানুষ পোস্ট অফিসের মাধ্যমে ব্যালট পেপারে ভোট দেবেন। গণনার সময় ছাড়াও এর ফলে সম্ভাব্য যে যে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে, তার মধ্যে রয়েছে কারচুপি এবং ফল ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি মামলা যা গোটা প্রক্রিয়াটিকে আরও বেশি দীর্ঘায়ত করবে।
প্রসঙ্গত, প্রাক নির্বাচনী সমীক্ষায় দেখা গিয়েছে যে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বিডেনের থেকে বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন। ফলে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই তার ওপর স্নায়ুর চাপ বেড়ে যাচ্ছে। এই ডাকযোগে ভোট হওয়ার ফলে ডেমোক্র্যাটরা কারচুপি করবে এমন কথাও তিনি বলে চলেছেন। একই সঙ্গে এই বিপুল পরিমাণ ব্যালট গণনাও যে যথেষ্ট সময় সাপেক্ষ সেই কথা মনে করিয়ে তিনি বলেন, ‘আমরা ৫১ মিলিয়ন ব্যালটের জন্য প্রস্তুত নই । এটা দেশের পক্ষে অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি। গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত গুরুতর সমস্যা।’