ভারত এর আগে একাধিকবার দাবি করেছে যে ১৯৯৩ বিস্ফোরণের মূল পাণ্ডা দাউদ আছে পাকিস্তানেই। কিন্তু কেউই সে কথায় কান দেয়নি। তবে এবার বড়সড় কূটনৈতিক জয় ভারতের। পাকিস্তানেই লুকিয়ে রয়েছে দাউদ ইব্রাহিম। শনিবার একথা স্বীকার করে নিয়েছে খোদ পাকিস্তান।
এদিন পাক বিদেশমন্ত্রকের তরফে এই খবর জানা গিয়েছে। এমনকি ইমরান খান সরকার দাউদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।
পাকিস্তানের একাধিক জায়গায় দাউদের উপস্থিতির খোঁজ পাওয়া গিয়েছে। উল্লেখ্য, এদিন পাক সরকারের দেওয়া তালিকা অনুযায়ী করাচিতে রয়েছে দাউদ ইব্রাহিম।
প্রসঙ্গত, শুধু দাউদ নয়, এদিন ৮৮ জন কুখ্যাত জঙ্গির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান। যার মধ্যে রয়েছে হাফিজ সঈদ, মাসুদ আজহারের নামও।