করোনার সংক্রমণ এবার অনেকটাই ফিকে করে দিয়েছে গণেশ পুজো এবং এই উৎসব উদযাপন। ঠিক এই সময় ভারত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে একটি ছোট দ্বীপে নিজের ‘রিজার্ভ ব্যাঙ্ক অব কৈলাসা’ খুলে বসল ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত গডম্যান নিত্যানন্দ।
সূত্রের খবর , ইকুয়েডরের উপকূলে অবস্থিত কোনও একটি দ্বীপ কিনে নিয়েছে সে। যদিও ইকুয়েডর তা স্বীকার করেনি। তবে সেই দ্বীপে বসেই নিজের সবরকম কার্যকলাপ সে চালাচ্ছে। ভিডিও প্রকাশ করার পাশাপাশি সবরকম কাজ সে করে চলেছে সেখানে।
নিত্যানন্দ তার নিজের দেশের নাম রেখেছে ‘শ্রীকৈলাসা’ এবং সে নিজেই সেখানকার স্বঘোষিত প্রধানমন্ত্রী হয়ে বসেছে। গত বছর নম্ভেম্বর মাসে দেশ ছেড়ে পালানোর আগে ৫০ বার আদালত তাকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু একবার হাজিরা না দিয়ে আচমকাই সে চম্পট দেয় এবং নিজের দেশ বানিয়ে সেখানকার প্রধানমন্ত্রী হয়ে যায় সে।