প্রায় ২ সপ্তাহ হতে চলল হাসপাতালেই ভর্তি রয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গত ১০ আগস্ট নয়াদিল্লীর আর্মি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু এতদিন কেটে গেলেও তাঁর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। জানা গেছে, এখনও তিনি ভেন্টিলেশনেই রয়েছেন। তবে আগের তুলনায় প্রণববাবুর রক্তচাপ এবং হৃদস্পন্দন স্থিতিশীল বলেই শুক্রবারের স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছে রাজধানীর এই হাসপাতাল।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রণববাবুর ফুসফুসে সংক্রমণ হয়েছে। বর্তমানে সেটারই চিকিৎসা চলছে। এছাড়াও প্রণববাবুর স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলিও স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিক্যাল টিম সর্বক্ষণ তাঁর পর্যবেক্ষণ করছে। প্রসঙ্গত, গত ৯ আগস্ট রাজাজি মার্গের বাসভবনের শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়।
এরপরই ১০ আগস্ট তাঁকে নয়াদিল্লীর সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। সে সময় অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বার করে দেওয়া হয়। ওই অস্ত্রোপচারের আগে নিয়মমাফিক শারীরিক পরীক্ষার সময় প্রণববাবুর করোনা-আক্রান্ত হওয়ার বিষয়টিও জানা যায়। এরপর থেকেই সেনা হাসপাতালেই রয়েছেন তিনি। অস্ত্রোপচারের পর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন প্রণববাবু।