ঈশ্বরের আপন দেশে বারবার পাশবিক ঘটনার সাক্ষী থাকছেন মানুষ। গর্ভবতী হাতির পর মানুষরূপী ‘জন্তু’র শিকার এক গর্ভবতী বাইসন। বাইসনটিকে মেরে তাঁর মাংস খাওয়ার অভিযোগে কেরালার মলপ্পুরম জেলায় ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুঞ্চা জঙ্গল এলাকায় গত ১০ আগস্ট পুলিশ হানা দিয়ে একজনের বাড়ি থেকে বাইসনের ২৫ কেজি মাংস উদ্ধার করে। বাইসনের হাড়গোড় ও অবশিষ্টাংশ দেখে পুলিশের অনুমান, প্রাণীটি অন্তঃসত্ত্বা ছিল।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, লকডাউনের মধ্যে দেশে পশুর উপর হিংসার ঘটনা অনেক গুণ বেড়েছে। যা নিয়ে উদ্বিগ্ন বনমন্ত্রক ও পশুপ্রেমীরা। অন্তঃসত্ত্বা হস্তিনী হত্যা থেকে বাইসন, বারবার কেরালা নৃশংস ঘটনার সাক্ষী থাকছে।
প্রসঙ্গত, কয়েক মাস আগে এক অন্তঃসত্ত্বা হাতি খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। বাজিভরতি আনারস খেয়ে বিস্ফোরণে উড়ে যায় হাতিটির মুখ। গর্ভস্থ শাবক-সহ মৃত্যু হয় হস্তিনীর।