কোভিড-১৯ মহামারির আবহে ভোটগ্রহণের জন্য গাইডলাইন প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। মূলত বিহারের আগত বিধানসভা ভোটকে সামনে রেখেই এই নির্দেশিকা প্রকাশ করে কমিশন।
শুক্রবার নির্বাচন কমিশন জানায়, বাড়ি-বাড়ি ঘুরে প্রচার থেকে শুরু করে ইভিএমের বোতাম টেপা পর্যন্ত- সর্বত্রই ভোটার এবং প্রার্থীকে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।
সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্টে বলা হয়েছে, এই সময়কালে যে কোনো সাধারণ এবং উপ-নির্বাচনগুলিতে এই গাইডলাইন মেনে চলতে হবে। নির্দেশিকার অন্যতম বিষয় হিসেবে বলা হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার পদ্ধতি অনলাইনে হবে। কোনো প্রার্থী যদি সশরীরে মনোনয়ন জমা করেন, তা হলে প্রার্থীর সঙ্গে মাত্র দু’জন যেতে পারবেন।
নির্বাচন সংক্রান্ত যে কোনো কাজে (প্রচার ইত্যাদি-সহ) মাস্ক ব্যবহার বাধ্যতামূলক থাকবে। ঘরে ঘরে গিয়ে প্রচারের সময় সর্বাধিক পাঁচ জন অংশ নিতে পারবেন। রোড শো-এর ক্ষেত্রেও সর্বাধিক গাড়ির সংখ্যা পাঁচ। কোভিড-১৯ পজিটিভ রোগীদেরও ভোটগ্রহণের শেষ দিকে ভোট দেওয়ার সুবিধা করে দেওয়া হবে।
বুথের মধ্যে প্রবেশের আগে ভোটারের তাপমাত্রা মাপা হবে। স্বাস্থমন্ত্রকের নির্ধারিত তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা ধরা পড়লে দ্বিতীয় বার পরীক্ষা করা হবে। দু’বারই একই ফল মিললে সেই ভোটারকে ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগে বুথে আসতে বলা হবে। একই সময়ে কোনো পোলিং বুথে এক হাজারের বেশি ভোটারকে থাকতে দেওয়া হবে না।
এ ছাড়া কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রকের সমস্ত নির্দেশিকা মেনে প্রচার এবং ভোটগ্রহণ চলবে বলে জানায় কমিশন। সে ক্ষেত্রে মাস্ক, স্যানিটাইজার এবং পিপিই ব্যবহার করতে হবে। থার্মাল স্ক্যানারও মজুত রাখতে হবে। আগামী নভেম্বরে বিধানসভা ভোট বিহারে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ কেন্দ্রে ভোটার রেজিস্টারে স্বাক্ষর করার জন্য প্রত্যেক ভোটারকে গ্লাভস দেওয়া হবে। ইভিএমে বোতাম টেপার সময়ও ওই গ্লাভস ব্যবহার করতে হবে।