প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে মার্কিন মুলুকে রাজনৈতিক উত্তাপ। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাম না করে অন্ধকারের শাসক বলে কটাক্ষ করলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন। মার্কিন যুক্তরাষ্ট্রে গত চার বছরে অন্ধকারের রাজত্ব কায়েম হয়েছে। এবং ক্ষমতায় এলে এই অন্ধকার জমানা খতম করবেন বলে প্রত্যয়ী বার্তা দিলেন তিনি।
বৃহস্পতিবারই পার্টির তরফে সরকারিভাবে মনোনয়ন গ্রহণ করেন বিডেন। তারপরেই তিনি রিপাবলিকান পদপ্রার্থী তথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাম না করে অন্ধকারের শাসক বলে কটাক্ষ করেন। এরপর তিনি বলেন, ‘আমার কাছে এটা অত্যন্ত গর্বের এবং সম্মানের মুহূর্ত। দল আমাকে মনোনয়ন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য।’ ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনের অন্তিম পর্যায়ে বৃহস্পতিবার একথা জানিয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জো বিডেন। পাশাপাশি এও জানিয়েছেন, ঐকবদ্ধভাবে মার্কিনিরা কোনও ভুল না করলে, এবারের নির্বাচনে দেশে এই অন্ধকার জমানা খতম করবে।