করোনা যুদ্ধে অবশেষে হার মানলেন কলকাতা পুলিশের এসিপি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভোরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে কলকাতা পুলিশের মোট ৯ জনের মৃত্যু হয়েছে। ওই প্রথম এসিপি পদাধিকারী কোনও আধিকারিক করোনার বলি হয়েছেন।
সূত্রের খবর, দিন সাতেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এসিপি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। উপসর্গ দেখা দেওয়ায় কোভিড টেস্ট করান অফিসার। রিপোর্ট আসে পজিটিভ। এরপরেই হাসপাতালে ভর্তি হন এসিপি। সূত্রের খবর, গত তিন-চারদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন এসিপি। চিকিৎসায় কোনও ভাবেই সাড়া দিচ্ছিলেন না উদয় শঙ্কর বাবু। তখন থেকেই এসিপির শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন চিকিৎসকরা। শেষ পর্যন্ত করোনার কাছে হার মানলেন কলকাতা পুলিশের অন্যতম দক্ষ এসিপি।
কলকাতা পুলিশের আরও এক সহকারি কমিশনার কোভিড আক্রান্ত হয়ে প্রায় ৪০ দিন ভর্তি ছিলেন হাসপাতালে। এক সহকারি কমিশনার প্রায় ৫৩ দিন চিকিৎসাধীন থাকার পর কোভিড যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতাল সূত্রে খবর, উদয়বাবুর ফুসফুসে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা গোটা বাহিনীকে আরও সতর্কতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন।