দেশের করোনা পরিস্থিতি সামলাতে কেন্দ্রের ব্যর্থতা হোক বা ক্রমশ বৃদ্ধি পাওয়া বেকারত্ব, নিয়ম করে প্রায় প্রতিদিনই টুইটারে সরকারের বিরুদ্ধে এই বিষয়গুলো নিয়ে সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিনও তিনি মোদী সরকারকে লক্ষ্য করে আক্রমণ করেছেন। তবে এবার শুধু একজন নয়, কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানানোর জন্য একটি তালিকাই প্রস্তুত রেখেছে কংগ্রেস দল। এখন অপেক্ষা শুধু বাদল অধিবেশন শুরু হওয়ার।
সূত্রের খবর, সংসদের একাধিক ইস্যু নিয়ে কেন্দ্রকে বিঁধতে তৈরি রয়েছে কংগ্রেস। এই সমস্ত ইস্যুর মধ্যে অন্যতম চীন এবং ফেসবুক কান্ড। আগামী ১০ সেপ্টেম্বর থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার কথা। সেই অধিবেশন শুরুর দিকেই এখন তাকিয়ে আছে কংগ্রেস সাংসদরা। লাদাখ সীমান্তে চীনের হামলা থেকে শুরু করে এখন চলতে থাকা ফেসবুক বিতর্ক, সব নিয়ে ইতিমধ্যেই একাধিক ভাবে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস। এবার সেই আক্রমণ সংসদের মধ্যেও করতে চাইছে তারা।
এই ইস্যুর পাশাপাশি দেশের করোনা ভাইরাস পরিস্থিতির কথাও সংসদে উল্লেখ করবে কংগ্রেস। তাদের অভিযোগ, দেশের করোনা পরিস্থিতির মোকাবিলায় একেবারেই ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকার। এই ভয়ঙ্কর ভাইরাস রুখতে কোন বিকল্প পরিকল্পনা তাদের কাছে নেই, কোন দিন ছিল না। সেই নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী একাধিকবার কটাক্ষ করেছেন। এবার সংসদের বাদল অধিবেশন হতে চলেছে সম্মুখসমরের কেন্দ্রবিন্দু। এর পাশাপাশি দেশের বেকারত্বের হার, অর্থনৈতিক সঙ্কট, পরিযায়ী শ্রমিকদের সমস্যা, সবকিছু নিয়েই আলোচনা করতে উদ্যোগী রাহুল গান্ধীর দল।