প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থায় সামান্য উন্নতি এসেছে। করোনা আক্রান্ত এবং একাধিক কোমর্বিডিটি, উদ্বেগ বেড়েছে প্রাক্তন রাষ্ট্রপতিকে নিয়ে। গতকাল সেনা হাসপাতাল জানিয়েছিল, প্রণব মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তাঁর অবস্থার অবনতি হয়েছে। যার ফলে চিন্তা বেড়েছিল সকলের। কিন্তু সে চিন্তার সামান্য কিছুটা অবসান হলো আজকের তথ্যে।
যদিও এখনও ভেন্টিলেশনেই রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। চিকিৎসকদের বিশেষ দল অনবরত তাঁর দেখভাল করে চলেছেন। গতকালও টুইট করে অভিজিত লিখেছিলেন, “আপনাদের সকলের শুভ কামনায় এবং চিকিৎসকদের প্রচেষ্টায় বাবা এখন স্থিতিশীল। তাঁর শারীরিক অবস্থার গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলি নিয়ন্ত্রণের মধ্য রয়েছে। চিকিৎসায় উন্নতি হচ্ছে তাঁর।”
প্রসঙ্গত, গত ১০ অগস্ট মাথায় চোট নিয়ে দিল্লীর সেনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। সেখানেই অস্ত্রোপচার হয় মস্তিষ্কের।