সাতসকালে ফের কাশ্মীরের একাধিক জায়গায় সেনা-জঙ্গী সংঘর্ষ। জোড়া সংঘর্ষের ফলে এখনও পর্যন্ত মোট ৩ জঙ্গীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে কুলগামের সংঘর্ষে নিকেশ হয়েছে এক জঙ্গী। বাকি দুজন নিহত হয়েছে হান্দওয়ারায়। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে।
গোপন সুত্রে খবর পেয়ে কুলগামে জঙ্গীদমন অভিযানে যায় সেনা এবং কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। তল্লাশি চলাকালীন শুরু হয় গুলির লড়াই। গোলাগুলিতে এক জেহাদি নিকেশ হয়। পালিয়ে বাঁচে তার দুই সঙ্গী। জানা গিয়েছে, মৃত জঙ্গী হিজবুল মুজাহিদিনের সদস্য।
অন্যদিকে, হান্দওয়ারায় আরেকটি সংঘর্ষে দুই লস্কর জঙ্গী নিকেশ হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে একজন আবার কুখ্যাত লস্কর কম্যান্ডার নাসিরুদ্দিন লোন। যে কিনা সোপর এবং হান্দওয়ারায় একাধিক সিআরপিএফ জওয়ানের মৃত্যুর সঙ্গে জড়িত।