পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে আজ দুপুরে বাড়ি থেকে বের করে দেওয়া হয় শহর কলকাতার এক যুবককে। শুধু তাই নয়, মারধর করা হয় তাঁকে এবং তাঁর মাকেও। বিপাকে পড়ে এমন অভিযোগ তুলে ফেসবুক লাইভে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন অভিষেক কর নামের সেই যুবক। খুব অসহায়ভাবেই সেখানে সকলের সাহায্য প্রার্থনা করেন তিনি। আর সেই ঘটনা চোখে পড়তেই তড়িঘড়ি ব্যবস্থা নিলেন রাজ্যের তৃণমূল সাংসদ তথা টলিউডের অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।
সাইবার বুলিং সরিয়ে রেখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও যে এভাবে সাধারণ মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে, দুর্দিনে সহায় হয়ে আবারও সেই দৃষ্টান্ত স্থাপন করলেন সাংসদ দেব। দূরদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও পড়ুয়াদের বাড়ি ফেরানো থেকে শুরু করে করোনায় আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা, প্লাজমা জোগাড় করে দেওয়া কিংবা দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো, এযাবৎকালে নানাভাবে মানব সেবায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিজেকে নিয়োজিত করেছেন তৃণমূল সাংসদ। সিনেমার কাজ, সংসদীয় এলাকার মানুষদের সুবিধে-অসুবিধে দেখার পাশাপাশি এবার খাস কলকাতাতেও এক অসহায় যুবকের সমস্যার সমাধান করতে নিজে নেমে পড়লেন ময়দানে।
সমস্যায় পড়া ওই যুবকের ফেসবুক লাইভ দেখে তাঁর বাড়ির ঠিকানা জেনে তড়িঘড়ি কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন দেব। একইসঙ্গে অভিষেক কর নামের ওই যুবককেও আশ্বস্ত করেন যে খুব শীঘ্রই তাঁর সমস্যার সমাধান করা হবে। এরপরই সাংসদ অভিনেতার উদ্যোগে পুলিশরা সেই অসহায় যুবকের সঙ্গে যোগাযোগ করে তাঁর সমস্যার কথা শোনেন এবং যথাযথ পদক্ষেপ করে তাঁকে এবং তাঁর মাকে বাড়ি ফেরান। আপাতত মা এবং ছেলে, দুজনেই যে ভাল রয়েছেন, খোঁজ নিয়ে সেকথাও নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে জানিয়েছেন খোদ দেব। নেটদুনিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই তরুণ অভিনেতা-সাংসদকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।