প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় ফের থাবা বসালো মারণ করোনা ভাইরাস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার আক্রান্ত হলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। ইতিমধ্যে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদিন সকালে নিজেই টুইট করে আক্রান্ত হওয়ার কথা জানান তিনি।
এদিন টুইট করে তিনি লেখেন, ‘‘অসুস্থবোধ করায় এবং কিছু উপসর্গ দেখা দেওয়ায় আমি করোনা টেস্ট করিয়েছিলাম। আজ আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে আমি হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ নিজেদের আইসোলেশনে রাখুন এবং টেস্ট করান। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন।’’
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান–সহ আর বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এমনকী সংক্রমণ রুখতে ভাবিজি পাঁপড় খাওয়ার পরামর্শ দিয়েছিলেন যিনি, সেই মন্ত্রী অর্জুন সিং মেঘওয়ালও আক্রান্ত হয়েছিলেন। একইদিনে করোনা পজিটিভ হয় আরেক মন্ত্রী কৈলাস চৌধুরিও। এছাড়া গত ৮ আগস্ট কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েকও করোনায় আক্রান্ত হন। আর এদিন করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীও।