দেশে প্রতি চারজন ব্যক্তির মধ্যে একজন করোনার দ্বারা সংক্রামিত। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করল এক বেসরকারি ল্যাব। তাদের দাবি অনুযায়ী, সরকারি তথ্য অনুযায়ী যতজন আক্রান্ত, আসলে তার থেকে বহুগুণ বেশি মানুষ ভারতে অজান্তেই করোনায় আক্রান্ত হয়েছেন বা হয়েছিলেন।
ল্যাবের ম্যানেজিং ডিরেক্টর একমাস আগেই ভেলুমনি একবার টুইটারে লিখেছিলেন, ‘আমার অনুমান, ভারতে এখনও ৯০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হননি। ৯ শতাংশ আক্রান্ত হয়েছেন, উপসর্গহীন, উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা, করোনা হয়েছে কিনা জানেন না, সুস্থ। ০.৯ শতাংশের কিছু উপসর্গ আছে, মধ্যম রোগ প্রতিরোধ ক্ষমতা, আক্রান্ত কিনা জানেন না, সুস্থ। ০.০৯ শতাংশ প্রচন্ড অসুস্থ, নিম্ন রোগ প্রতিরোধ ক্ষমতা, পরীক্ষা হয়েছে, হাসপাতালে ভর্তি, সুস্থ। ০.০১ শতাংশর রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, মৃত।’
সম্প্রতি, থাইরোকেয়ার নামে একটি প্রাইভেট ল্যাব, যারা ২,৭০,০০০ করোনা অ্যান্টিবডি টেস্ট করে ফেলেছে, তারা একটি তথ্য সামনে এনেছে। ওই ল্যাবের ম্যানেজিং ডিরেক্টর আরকিয়াস্বামী ভেলুমনি জানিয়েছেন, তারা মোট যত মানুষের টেস্ট করেছেন তাদের মধ্যে ২৬ শতাংশ মানুষের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ, তারা আগে থেকেই করোনায় আক্রান্ত হয়ে গিয়েছিলেন।