দেশের করোনা পরিস্থিতি সামলাতে কেন্দ্রের ব্যর্থতা হোক বা ক্রমশ বৃদ্ধি পাওয়া বেকারত্ব, নিয়ম করে প্রায় প্রতিদিনই টুইটারে সরকারের বিরুদ্ধে এই বিষয়গুলো নিয়ে সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আজও তার ব্যতিক্রম হল না। এদিন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মোদী সরকারকে তোপ দেগে রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আগামীদিনে দেশের যুব সম্প্রদায়কে চাকরি দিতে পারবে না এই সরকার। পাশাপাশি এটাও জানালেন, “আমায় নিয়ে মস্করা করতে চাইলে করুন, কিন্তু ছয়-সাত মাস পর মজা টের পাবেন।”
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের বেকারত্ব ইস্যুতে সরব হয়ে ওঠেন রাহুল গান্ধী। সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “আমি কিছু বললে মিডিয়া আমায় নিয়ে মস্করা করে। করুন, আরও বেশি করে করুন। কিন্তু আমি সত্যিটাই বলি। আমি বলেছিলাম করোনা ভাইরাস নিয়ে দেশের সরকার সজাগ নয়, এরফল দেশবাসীকে ভুগতে হবে। এখন দেখুন সেটাই হল, এই ভাইরাস মোকাবেলা করতে সরকার সমস্ত দিক থেকে পুরোপুরি ব্যর্থ। তখন আমার কথা মজার ছলে উড়িয়ে দেওয়া হয়েছিল।”
এখানেই না থেমে রাহুল বলেন, “আমি আবারও বলছি দেশের যা পরিস্থিতি তাতে আগামীতে যুব সমাজকে চাকরি দিতে পারবে না সরকার। আপনারা যদি বিষয়টিকে মানতে রাজি না হন সে ক্ষেত্রে ছয় থেকে সাত মাস অপেক্ষা করুন এবারও আমার বক্তব্য সত্যি প্রমাণিত হবে।” প্রসঙ্গত, দেশে ক্রমশ বেড়ে চলা বেকারত্ব নিয়ে গত বুধবারই টুইটারে সরব হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী। যেখানে তিনি জানান,”লকডাউন শুরুর পর গত চার মাসে দেশে প্রায় ২ কোটি মানুষ চাকরি হারিয়েছেন। যার অর্থ, এখন সেই দু’কোটি পরিবার ঘোর অন্ধকারে দিন কাটাচ্ছে।”