মোদী ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর হাতে তিরুবন্তপুরম বিমানবন্দর তুলে দেওয়া হলে কোনও রকম সাহায্য করবে না কেরালা সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে এ কথা সাফ জানিয়ে দিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ওই চিঠিতে কেন্দ্রীয় সরকারের কাছে বিমানবন্দর হস্তান্তরের সিদ্ধান্ত পুনরায় খতিয়ে দেখারও অনুরোধ জানিয়েছেন তিনি।
বুধবার দেশের আরও তিনটি বিমানবন্দর তিরুবন্তপুরম, জয়পুর ও গুয়াহাটিকে আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা। এরপরই এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান বিজয়ন। বিমানবন্দর হস্তান্তরের এই সিদ্ধান্ত মেনে নেওয়া তাঁদের পক্ষে খুব কঠিন বলে জানান তিনি। চিঠিতে তিনি লিখেছেন, ‘আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে এই বিষয়ে হস্তক্ষেপ করুন। যাতে সিদ্ধান্তটি পুনরায় খতিয়ে দেখা হয়। না হলে আমাদের পক্ষে এই কাজে সহযোগিতা করা সম্ভব হবে না।’
ওই চিঠিতে তিনি এ-ও জানান যে, ‘২০০৩ সালে বিমানবন্দরের জন্য বিনামূল্যে জায়গা দিয়েছিল রাজ্য। সে সময় কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের তরফে আশ্বস্ত করা হয়েছিল যে কোনওদিন বিমানবন্দরটি বেসরকারি হাতে তুলে দেওয়া হলে রাজ্যের বক্তব্যও শোনা হবে। কিন্তু, এক্ষেত্রে তা হয়নি। রাজ্যের তরফে একাধিকবার আপত্তি জানানো হলেও নিজের ইচ্ছামতো কাজ করেছে কেন্দ্র। তাই কেন্দ্রকে এই বিষয়ে কোনও সহযোগিতা করবে না রাজ্য সরকার।’