যদি শতদ্রু ও যুমনা নদীর মধ্যে লিঙ্ক ক্যানেল তৈরি হয় তাহলে পাঞ্জাবে আগুন জ্বলবে ও জলবন্টন নিয়ে পাঞ্জাব ও হরিয়ানার মধ্যে চলা সমস্যা একটা জাতীয় সমস্যায় পরিণত হবে, কেন্দ্রকে এমনটা জানিয়েই সতর্ক করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। একটি ভার্চুয়াল বৈঠকে এই কথা জানান তিনি। সেই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার হওয়া এই বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় সুরক্ষার দৃষ্টিভঙ্গিতে আপনাদের বিষয়টি দেখতে হবে। যদি শতদ্রু-যমুনা লিঙ্ক ক্যানেল তৈরি হয়ে যায়, তাহলে পাঞ্জাবে আগুন জ্বলবে এবং এই বিষয়টি জাতীয় সমস্যায় পরিণত হবে। সেইসঙ্গে হরিয়ানা ও রাজস্থানেও এর প্রভাব পড়বে।’
সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার বৈঠকে বসেছিলেন পাঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালত নির্দেশ দেয়, কয়েক দশক আগে কাজ শুরু হওয়ার পরেও এখনও কাজ শেষ হয়নি শতদ্রু-যমুনা লিঙ্ক ক্যানেলের। এই সমস্যা দুই মুখ্যমন্ত্রীকে বসে সমাধানের কথা বলে সুপ্রিম কোর্ট।
এই বৈঠকে একটি নতুন চুক্তির দাবি জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। তাঁর বক্তব্য, জলের পরিমাণের কথা মাথায় রেখে স্থানীয় জলের যোগানের পুরোটা তাঁর রাজ্যকে দিতে হবে। যমুনা নদী থেকেও জলের একটা বড় অংশের দাবি করেছেন তিনি। যদিও অমরেন্দ্র জানিয়েছেন, হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে কথা বলতে তিনি তৈরি। অমরেন্দ্র বলেন, ‘যদি আমাদের কাছে উদ্বৃত্ত জল থাকে, তাহলে আমাদের জল দিতে সমস্যা হবে কেন?’
পাঞ্জাব সরকারের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন ক্যানেল তৈরির কাজ শেষ হোক, আর তার মধ্যে দু’রাজ্যে বসে এই সমস্যা মিটিয়ে নিক।