অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্ত করবে সিবিআই৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তদন্তে সাহায্য করবে মহারাষ্ট্র পুলিশ৷ আজ বুধবার এই রায় দিল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের কারণে বড় ধাক্কা খেল মহারাষ্ট্র সরকার এবং মুম্বই পুলিশ। তবে এরপর মহারাষ্ট্র সরকার সংবিধান বেঞ্চে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে ফের চ্যালেঞ্জ জানাতে পারে।
সুশান্তের বান্ধবীর বিরুদ্ধে পাটনায় এফআইআর দায়ের করেন অভিনেতার বাবা কেকে সিংহ। রিয়ার বিরুদ্ধে সুশান্তের ১৫ কোটি টাকা তছরুপের দাবি তুলেছেন সুশান্তের বাবা। সেই এফআইআর মুম্বইয়ে স্থানান্তরিত করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী রিয়া। মঙ্গলবার আইনজীবী সতীশ মানশিন্ডের মাধ্যমে এক বিবৃতিতে রিয়া জানিয়েছেন, সুশান্ত সিংহ মৃত্যু তদন্ত সিবিআই করলে তাঁর কোনও আপত্তি নেই। আইনজীবী আরও জানান, মহারাষ্ট্রের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী-পুত্র আদিত্য ঠাকরের সঙ্গে রিয়ার কোনও যোগ নেই।
বিহার সরকারের তরফ থেকে প্রথমেই জানানো হয়েছিল পরিবার চাইলেই সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআই তদন্তের সুপারিশ করবে তারা। করেছেও। আজ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সুশান্ত সিং রাজপুত মামলাটি সিবিআই তদন্ত করবে। এরপরেই অঙ্কিতা লোখান্ডে টুইটে লেখেন, ‘সত্যের জয় হল।’