রাজধানীর কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লীর অদূরে নয়ডার একটি পাওয়ার সাব-স্টেশনে বিধ্বংসী আগুন লাগল। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে পাওয়ার সাব-স্টেশনের ট্রান্সফর্মার সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কী ভাবে আগুন লাগল তা স্পষ্টভাবে জানা যায়নি। দমকল তার তদন্ত শুরু করেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির মধ্যেই আগুন লাগায় তা নেভানোর কাজে কিছুটা সাহায়্য করছে।
সূত্রের খবর, আজ সকাল ৮.৩০টা নাগাদ নয়ডার ১৪৮ নম্বর সেক্টরে নলেজ পার্ক এলাকার পাওয়ার সাব-স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে।