উত্তর বঙ্গোপসাগরে আগামীকালের মধ্যে তৈরি হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ পরবর্তী ২৪ ঘন্টায় আরো শক্তিশালী হবে। নিম্নচাপের অভিমুখ পশ্চিম দিকে রয়েছে। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।
এই নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। ফলে বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি, দু-এক পশলা বৃষ্টিও হতে পারে। উপকূলে সামান্য ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহবিদদের মতে, নিম্নচাপের প্রভাবে বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি বুধবারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার।