গতবছর এনআরএস হাসপাতালে ডাক্তার নিগ্রহের ঘটনায় তোলপাড় হয়েছিল কলকাতা সহ গোটা বাংলা। এমনকি এর রেশ গিয়ে পড়েছিল সুদূর দিল্লীতেও। ডাক্তারদের উপর আক্রমণের পরপর ঘটনায় উদ্বিগ্ন হয়েছিল রাজ্য সরকারও। আর এবার কড়া হাতেই এর মোকাবিলা করতে উদ্যোগী হল রাজ্য। হাসপাতালে ভাঙচুর ও ডাক্তারদের উপর আক্রমণ রুখতে এবার পোর্টাল চালু করল রাজ্য। নাম দেওয়া হল ‘ডক্টরস গ্রিভেন্স পোর্টাল’।
সূত্রের খবর, রাজ্যের স্বরাষ্ট্র দফতরের উদ্যোগেই এই পোর্টালটি তৈরি হয়েছে। জানা গেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় হাসপাতাল বা নার্সিংহোমে কোনও রকম কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ছবিসহ সেই তথ্য যাতে সঙ্গে সঙ্গে সরাসরি রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্যই এই পোর্টাল তৈরি করা হয়েছে। তবে মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হলেই এই পোর্টালের মাধ্যমে তথ্য দিয়ে গোটা বিষয়টি রাজ্য সরকারের গোচরে আনা যাবে।
কীভাবে অভিযোগ জানানো যাবে তার নির্দিষ্ট তালিকাও করে দেওয়া হয়েছে এই ডক্টরস গ্রিভেন্স পোর্টালে। হাসপাতালের নাম, ঠিকানা, কোন জেলায় হাসপাতাল অথবা নার্সিংহোমটি অবস্থিত এবং স্থানীয় থানার নাম কী, কী ধরনের আইনশৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হয়েছে তার বিস্তারিত তথ্য ছবি-সহ এই পোর্টালে আপলোড করা যাবে। যিনি এই ছবি বা তথ্য আপলোড করবেন, তিনি তাঁর নাম, ফোন নম্বর, ই-মেল আইডি এবং কোন হাসপাতাল বা নার্সিংহোমের সঙ্গে তিনি জড়িত সেই তথ্য এখানে দিয়ে দিতে পারবেন। একইসঙ্গে তিনি চাইলে নিজের নাম গোপনও রাখতে পারবেন।