বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দিনে তাঁর বাড়ির সামনে এক যুবতীর দেখা মেলায় রহস্য দানা বাঁধে। কে সেই মহিলা, তা এতদিন স্পষ্ট ছিল না। ফলে নানা মহল থেকে উঠে আসতে শুরু করে নানা প্রশ্ন। এ বার সেই প্রশ্নের উত্তর মিলল। জানা গেল ওই যুবতীর পরিচয়।
জানা গিয়েছে, ভিডিয়োয় যে রহস্য-কন্যাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় এতদিন তোলপাড় চলেছে, তিনি সুশান্তের চর্চিত অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীর বান্ধবী জামিলা। এদিকে সুশান্তের আইনজীবী ওই রহস্যকন্যা সম্পর্কে বলেছেন, সেই সময় মেয়েটির সঙ্গে যদি কেউ কথা বলে থাকেন, আর পরে তিনি অদৃশ্য হয়ে যান, তাহলে নিশ্চয়ই সন্দেহের অবকাশ থেকে যায়। তাঁকে খুঁজে বের করাটা জরুরি।
সুশান্তের মৃত্যুর খবর পেয়ে সে দিন তাঁর বাড়িতে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা খেমানি ও মহেশ শেট্টি। তবে সেই অবস্থায় পুলিশ তাঁদের ফ্ল্যাটের ভেতরে যাওয়ার অনুমতি দেয়নি। সেই কারণে সুশান্তের কর্মীর সঙ্গে কথা বলে ছেড়ে বেরিয়ে যান ওই যুবতী।
ভিডিয়োয় দেখা গিয়েছে, যুবতীর পরণে ছিল একটি নীল টপ ও বাদামি রঙের প্যান্ট। প্রসঙ্গত, ভিডিয়োয় দেখা গিয়েছে, ফ্ল্যাটে ঢোকার সময় কর্মীর হাতে একটি কালো ব্যাগ থাকলেও বেরনোর সময় তা তাঁর হাতে ছিল না।