শিক্ষাক্ষেত্রে আবারও এগিয়ে বাংলা। এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অটল র্যাঙ্কিং ইনস্টিটিউশনস ইন ইনোটিভেশন অ্যাচিভমেন্টস ২০২০-এ অংশ নেওয়া ৭৪৭৪ টি প্রতিষ্ঠানের মধ্যে পঞ্চম স্থান অধিকার করল রাজ্যের খড়গপুর আইআইটি। ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করা, উদ্যোগে উন্নতি সাধন, নতুন শিক্ষণ পদ্ধতি, বৌদ্ধিক সম্পদ উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্যকরণ-সহ অন্যান্য দিকগুলি উৎসাহিত করার বিচারে এই তালিকা তৈরি করা হয় বা র্যাঙ্কিং দেওয়া হয়।
মঙ্গলবার উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এই তালিকা প্রকাশ করেন। তালিকায় প্রথম স্থান দখল করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ। তার পরেই রয়েছে মুম্বই ও দিল্লী আইআইটি। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) চতুর্থ স্থানে রয়েছে এবং আইআইটি খড়গপুরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তালিকার পঞ্চম স্থানে রয়েছে।
কেবলমাত্র মহিলাদের জন্য উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের নিরিখে শীর্ষ পদটি দখল করেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের অবিনাশলিঙ্গম ইনস্টিটিউট ফর হোম সায়েন্সেস অ্যান্ড হায়ার এডুকেশন। দ্বিতীয় স্থানে রয়েছে নয়াদিল্লীর ইন্দিরা গান্ধী দিল্লী টেকনিক্যাল ইউনিভার্সিটি ফর উইমেন।আবার বেসরকারি বা স্ব-অর্থায়িত কলেজ বিভাগে, শীর্ষ র্যাঙ্ক-এ আছে তেলেঙ্গানার ওয়ারাঙ্গলের এস আর ইঞ্জিনিয়ারিং কলেজ। দ্বিতীয় স্থানে আছে নাগপুরের জি এইচ রাইসনি কলেজ অব ইঞ্জিনিয়ারিং।
বেসরকারি বা স্বঅর্থায়িত বিশ্ববিদ্যালয় বিভাগে, সেরার শিরোপা পেয়েছে উড়িষ্যার কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। তামিলনাড়ুর এস আর এম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় স্থান এবং ভেলোরের ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি তৃতীয় স্থানে আছে।।সরকারি ও সরকার-অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলির বিভাগে শীর্ষ স্থানটি দখল করেছে মুম্বইয়ের ইনস্টিটিউট অফ কেমিক্যাল অ্যান্ড টেকনোলজি। চন্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় দ্বিতীয় অবস্থানে রয়েছে। চৌধুরী চরণ সিংহ হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থানে রয়েছে।