ভারত-পাকিস্তান। দুটো দেশের নাম পাশাপাশি বসলেই যে শব্দগুলি সর্বপ্রথম মাথায় আসে, তা হল, সীমান্ত সঙ্ঘর্ষ, রাজনৈতিক অস্থিরতা। কিন্তু এরপরেই যেটা মাথায় আসে তা ক্রিকেট। সময় যত এগিয়েছে, দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তত তলানিতে নেমেছে, আর প্রবলভাবে ক্ষত বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই ক্ষততেই প্রলেপ লাগিয়েছে ক্রিকেট। এই বাইশ গজ, এই গ্যালারিতেই এমন বেশ কিছু মুহূর্ত তৈরি হয়েছে, যা তুলে ধরেছে দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা।
ধোনির অবসরকে ঘিরে এমনই আরেকটি রোম্যান্টিক মুহূর্ত তৈরি হল এই দু’দেশের মধ্যে। আর যিনি এই কাহিনীটির জন্ম দিলেন, তিনি হলেন ক্রিকেট জগতের বিখ্যাত ‘বসির চাচা’। যাঁকে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে সব সময় দেখা যায়, যিনি পাকিস্তানি হয়েও ধোনির অসম্ভব ভক্ত। সেই বসির চাচা এ দিন বলে দিয়েছেন, আর নয়। এবার তিনিও অবসরে! “কী হবে আর ম্যাচ দেখতে গিয়ে? ধোনিই নেই। আমিও তাই আজ থেকে আর তিনিও নেই!”
তবে এখন অনেকে আবার মনে করাচ্ছেন, পুরানো সেই দিনের কথা। তুলে আনছেন পুরনো সব সম্পর্কের কথা, তাঁদের স্মৃতির কথা। এই তো বছর দেড়েক আগে প্রাক্তন বিহার অধিনায়ক আদিল হোসেনের বাড়িতে নৈশভোজের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন ধোনি। ধোনিকে দেখামাত্র আদিল উত্তেজিত হয়ে পড়েন। শেষ অবধি দু’বারের বিশ্বজয়ী অধিনায়ককে নামতে হয় উত্তেজনা প্রশমনে। ধোনি বলেন, “আরে তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমি কি তোমার অতিথি নাকি? এটা যেমন তোমার বাড়ি, তেমন আমারও বাড়ি!” সব আজ মনে পড়ছে, সব।