ভারতে নিজেদের ব্যবসায়িক স্বার্থেই বিজেপি নেতাদের ঘৃণ্য মন্তব্যের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেয়নি ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমন ঘটনা প্রকাশ্যে আসার পরই মুখ পুড়েছে এই প্রখ্যাত সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থাটির। এরপরই কংগ্রেসের তরফে পুরো ঘটনার তদন্ত চেয়ে ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গের কাছে চিঠি পাঠানো হয়েছে। এই বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল আজ বলেন, ‘‘আমেরিকার সংবাদপত্রে ফেসবুকের ভারতীয় শাখার বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। আমরা চাই সংস্থার প্রধান হিসেবে মার্ক জুকেরবার্গ তার তদন্ত করুন।’’
মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে শুক্রবার প্রকাশিত খবরের ভিত্তিতে যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্তের দাবিও তুলেছে কংগ্রেস-সহ বিরোধী শিবিরের একাংশ। প্রকাশিত ওই খবরে অভিযোগ তোলা হয়েছে, ভারতের শাসক দল বিজেপিকে চটাতে ভয় পান ফেসবুক কর্তৃপক্ষ। কারণ, তাতে ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা প্রবল। আর তাই বিজেপি নেতাদের হিংসায় উস্কানি বা বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না। এমনকি, এ বিষয়ে ঘোষিত নীতি ভাঙতেও পিছপা হয় না ফেসবুক!
প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ফেসবুকের ভারতীয় শাখার পরিচালকদের জবাবদিহির জন্য তলব করার কথা জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর। সে সংক্রান্ত সংসদীয় প্রক্রিয়াও শুরু করেন। কিন্তু আজ সকাল থেকেই থারুরের উদ্যোগ বানচাল করতে সক্রিয় হয়েছে শাসক শিবির। বিজেপি সাংসদ তথা কমিটির সদস্য নিশিকান্ত দুবে টুইটারের লেখেন, ‘‘সংসদীয় স্থায়ী কমিটির সদস্যেদের সঙ্গে আলোচনা ছাড়া চেয়ারম্যান একক সিদ্ধান্তে এমন পদক্ষেপ করতে পারেন না। তিনি এমন করলে আমরা একযোগে স্পিকার ওম বিড়লার কাছে লিখিত প্রতিবাদ জানাব।”