আগস্টের মাঝামাঝি এসেও করোনা সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না। গোটা দেশে ক্রমশই বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। তাই এই ভাইরাস পরিস্থিতি বাগে আনতে ফের একবার লকডাউনের সিদ্ধান্ত নিলো বিহার সরকার। সূত্রের খবর, সেই রাজ্যের ভাইরাস সংক্রমণ বাগে আনতে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন কার্যকরী করা হয়েছে।
এর আগে একাধিকবার রাজ্যের লকডাউন বাড়িয়েছে বিহার সরকার। শেষ নির্দেশ অনুযায়ী ১৬ আগস্ট পর্যন্ত লকডাউন কার্যকরী ছিল রাজ্যে। যেই সিদ্ধান্তের মধ্যে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা ছিল। শুধুমাত্র বাস পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করা হয়নি। গতকাল সেই লকডাউনের মেয়াদ শেষ হতেই ৬ সেপ্টেম্বর পর্যন্ত ফের লকডাউন বাড়িয়ে দিল বিহার।
নতুন নির্দেশিকা জারি করে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখার কথা জানানো হলেও বিভিন্ন বিনোদন পার্ক, জিম এবং শিক্ষাপ্রতিষ্ঠান আগের মতোই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানাচ্ছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট। এদিকে, আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ২৬,৪৭,৬৬৩। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০,৯২১। আর শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭,৯৮১ জন।