সবার আগে দেশপ্রেম আর তাই পরিবারের আগে নিজের দেশের প্রতি দায়িত্বকেই বেছে নিলেন তামিলনাড়ুর মহিলা পুলিশ আধিকারিক এম মাহেশ্বরী। বাবার সৎকার স্থগিত রেখে তিনি যোগ দিলেন স্বাধীনতা দিবসের প্যারেড। তাঁর এই পদক্ষেপে মুগ্ধ সকলে।
মাহেশ্বরীর ৮৩ বছর বয়স্ক বাবা নারায়ণস্বামী বয়সজনিত কারণে নানা ধরনের রোগে ভুগছিলেন তিনি। ১৪ আগস্ট রাতে মৃত্যু হয় তাঁর। বাবার মৃত্যু সংবাদ পরিবারের তরফে তামিলনাড়ুর মহিলা পুলিশ আধিকারিককেও জানানো হয়। বাবাকে হারানোর যন্ত্রণায় বুকের ভিতরটা কেঁদে ওঠে এম মাহেশ্বরীর। মন চাইছিল শেষবার বাবার মরদেহ দু’চোখ ভরে দেখার। জড়িয়ে ধরে কাঁদার। কিন্তু আগে থেকেই যে ঠিক হয়ে গিয়েছিল তিরুনেলভেলিতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন তিনি।
সেই কথা মতই গার্ড অফ অনারের প্যারেডে অংশ নেন তিনি। তারপর অবশ্য আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি ওই পুলিশ আধিকারিক। সোজা বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। মেয়ের উপস্থিতিতেই পরে বাবার শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর এমন পেশাদারিত্ব দেখে তাজ্জব শীর্ষ আধিকারিকরা।