এর আগে সিএএ-এনআরসি নিয়ে মতবিরোধের জেরে দলের সহ সভাপতি তথা ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং সাধারণ সম্পাদক পবন বর্মাকে বহিষ্কার করেছিলেন তিনি। এবার করোনা আবহের মধ্যেই বিহারে হতে চলা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শিল্পমন্ত্রী শ্যাম রজককে দল ছাড়া করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সূত্রের খবর, সোমবার শিল্প মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন শ্যাম। তার আগেই অবশ্য জেডিইউ থেকে বহিষ্কার করা হয়েছে তাকে।
জানা গিয়েছে, জেডিইউ-বিজেপি জোট সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ রয়েছে। যার জেরে জেডিইউ-র রাজ্য সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিং রবিবারই দল থেকে সরিয়ে দেন তাকে। পাশাপাশি সোমবার মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শ্যামকে। শুধু তাই নয় তাঁর বিধায়ক সদস্যপদও খারিজ করে দিয়েছে দল। বশিষ্ট নারায়ণ সিংয়ের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন নীতিশ।
প্রসঙ্গত, আরজেডি থেকে জেডইউতে আসা শ্যাম রজক একসময় লালুপ্রসাদ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। রাবড়ি দেবীর মন্ত্রিসভায় মন্ত্রীও ছিলেন তিনি। পরে আরজেডির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নীতিশের দল জেডিইউতে যোগ দেন। তবে মন্ত্রী থাকা অবস্থাতেই প্রায় ছয় মাস ধরে তিনি তফসিলি জাতি-উপজাতি সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ মোর্চা চালাচ্ছিলেন ওই নেতা এবং নিজেকে ওই দলের প্রধান হিসেবে ঘোষণা করেন তিনি। শোনা যাচ্ছে, জেডিইউ থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার নিজের পুরনো দল আরজেডিতে ফিরতে পারেন শ্যাম।