এ যেন নিজের নামের প্রতি সুবিচার করলেন মাহি। মাঠের লড়াইয়ে ক্যাপ্টেন যেমন কুল ছিলেন অবসরেও তাই। জল্পনা থাকলেও তা এভাবে সত্যি হবে কে জানত! ১৫ আগস্ট সন্ধ্যাতে আগের মতই কুল ভাবেই একটা ইনস্টাগ্রাম পোস্ট, ব্যস অবসর। এক নিমেষে অতীত হল টি-২০ বিশ্বকাপ জয়, টেস্টে ১ নম্বর হওয়া, ৫০ ওভারের বিশ্বকাপ জয়, চ্যাম্পিয়নস ট্রফি! তবু তিনি থেকে যাবেন অন্যতম সেরা হয়ে। আর তাই মাহির অবসরে বিশেষ ভিডিও বিসিসিআইয়ের।
ধোনির কীর্তিকে কুর্নিশ জানাল আইসিসিও। এমএস ধোনি: এক নাম, অনেক স্মৃতি! মাহির অবসরে বিশেষ ভিডিয়ো প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। যেখানে ফুটে উঠল মাহির ক্রিকেট জীবনের একের পর এক মুহুর্ত।
একটা শব্দই যথেষ্ট। এমএসডি বরাবরই একটা কথা বলতেন, স্টিক টু দ্য বেসিক। অবসর ঘোষণাতেও সেই বেসিক বজায় রাখলেন। মহেন্দ্র সিং ধোনিই একমাত্র অধিনায়ক যিনি তিনটি আইসিসি টুর্নামেন্ট জিতেছেন।
ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ জেতে। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে ধোনির ভারত।
২০১১ বিশ্বকাপের ফাইনালে ছক্কা মেরে ধোনি যখন ২৮ বছর পর ভারতকে বিশ্বজয়ের স্বাদ এনে দেয় তখন টেলিভিশন কমেন্ট্রি বক্স থেকে রবি শাস্ত্রী বলেছিলেন ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল। হ্যাঁ নিজের স্টাইলে পরিসমাপ্তি জানালেন ধোনি।