জয়েন্ট এন্ট্রান্স মেন এবং নিট পরীক্ষা স্থগিত রাখার আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। আগে বলা হয়েছিল, কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হবে। আজ, দেশের শীর্ষ আদালত জানিয়েছে, পরীক্ষা পিছনো হবে না। নির্ধারিত সময়সূচী মেনেই পরীক্ষা নেওয়া হবে। জয়েন্ট মেইনের পরীক্ষা হবে সেপ্টেম্বরের ১ থেকে ৬ তারিখের মধ্যে এবং নিট পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর।
জয়েন্ট এন্ট্রান্স বা নিট পরীক্ষা সাধারণত এপ্রিল-মে মাসেই হয়। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণে সেই সময় দেশে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছিল। তাই সুরক্ষাবিধির কথা মাথায় রেখে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রথমে বলা হয়েছিল, সব পরীক্ষাই হবে জুলাইতে। জয়েন্ট পরীক্ষার দিন ফেলা হয়েছিল ১৮ থেকে ২৩ জুলাই এবং নিট পরীক্ষার দিন ঠিক হয়েছিল ২৬ জুলাই। কিন্তু, জুলাই মাসেও দেশজুড়ে সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষা ফের পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশের শীর্ষ আদালত এদিন জানিয়েছে, করোনার জন্য ছ’মাস নষ্ট হয়ে গেছে। পরীক্ষা আরও পিছোলে ছাত্রছাত্রীদের কেরিয়ারে বড় ধাক্কা আসবে। সুপ্রিম কোর্টের নির্দেশে সায় দিয়ে কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সলিসিটর জেনারেল তুষার মেটা জানিয়েছেন, সুরক্ষাবিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের নিয়মও মানা হবে পরীক্ষা কেন্দ্রগুলিতে।
সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, করোনা সংক্রমণের কারণে জীবন থমকে থাকবে না। স্বাস্থ্য বিপর্যয়ের কারণেই এমনিতেই ছাত্রছাত্রীদের কেরিয়ারের অনেক ক্ষতি হয়েছে। পরীক্ষা পিছিয়ে দিলে তাদের আরও একটা বছর নষ্ট হবে। সেদিকটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।