করোনা আবহের মধ্যেই এবার চালু হল রাজ্যের দুটি চিড়িয়াখানা। তবে একটু অন্যভাবে। স্বশরীরে নয়, এবার সেই চিড়িয়াখানায় উপস্থিত থাকা যাবে ভার্চুয়ালি। যে ভাবে করোনা ছড়িয়ে পড়ছে সারা বাংলাতে, তাতে এই অবস্থায় এখনও ভিড় করে চিড়িয়াখানায় ঘোরার সুযোগ নেই। তাই সাধারণ মানুষকে আপাতত দুধের সাধ ঘোলে মেটানোর সুযোগ করে দিল রাজ্য বন দফতর।
গতকাল, অর্থাৎ ১৬ আগস্ট বিকেল সাড়ে তিনটের সময় রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ওই ভার্চুয়াল চিড়িয়াখানার উদ্বোধন করেন। বন দফতর সূত্রে খবর, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা এবং ৩টে থেকে ৪টে ফেসবুকে লাইভ দেখা যাবে চিড়িয়াখানা। আপাতত আলিপুরের চিড়িয়াখানা এবং দার্জিলিঙের পদ্মজা নায়ডু হিমালয়ান চিড়িয়াখানা দেখা যাবে ফেসবুক লাইভে।
বন দফতরের এক কর্তা বলেন, “লকডাউনে ঘরে আটকে থাকতে থাকতে বয়স্ক থেকে বাচ্চা অনেকেই বিরক্ত হয়ে পড়ছেন। তাঁদের জন্য সরকারের এই নতুন উদ্যোগ। আশা করি, চিড়িয়াখানার লাইভ শো সবার মধ্যেই অক্সিজেন হিসেবে কাজ করবে।” তিনি আরও বলেন, চিড়িয়াখানায় এখন অনেক প্রাণীই নবজাতকের জন্ম দিয়েছে। তাদের দেখতে খুবই ভাল লাগে। আমরা আশা করছি, ভবিষ্যতে এই শো সাধারণ মানুষের মধ্যে খুবই জনপ্রিয় হবে।”